১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফুঁসে উঠছে বঙ্গোপসাগর। উপকূলের চরাঞ্চলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। ঢেউয়ের তাণ্ডবে ভেঙে যাচ্ছে আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট। পানির উচ্চতা বৃদ্ধি আর তীব্র ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা, মোল্লা গ্রাম, হিন্দু গ্রাম ও চালিতাবুনিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বেড়িবাঁধের বাইরের গ্রাম কাউখালী চরের মানুষ জোয়ারের পানিতে ডুবে আছে। এসব এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।

এদিকে ঘূর্ণিঝড়টি রাতে আঘাতহানার খবরে উপকূলবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। সেক্ষেত্রে মানুষের জান মালের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে কাজ করছে সিপিপি রেডক্রিসেন্ট সোসাইটিসহ সেচ্ছাসেবীরা। নিম্ন এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্র নেয়ার জন্য কাজ করছে উপজেলা প্রশাসন।

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা সকাল থেকে কাজ করতেছি এবং বেশ কিছু জায়গায় আমরা শুকনা খাবার পৌঁছে দিয়েছি রাতে সকল মানুষকে আমরা সাইক্লোন সেন্টারে।

ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কে আছেন বিচ্ছিন্ন দ্বীপের হাজার হাজার মানুষ। খয়খতির পরিমাণ আরো বারতে পারে বলে ধারনা করেছেন আনেকে।


আরো সংবাদ



premium cement