তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩০০ কেজি পাঙ্গাসের পোনা আটক
- তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ২০:৪১
ভোলার তজুমদ্দিনে মৎস্য অফিসের অভিযানে ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চে অভিযান চালিয়ে ৩০০ কেজি পাঙ্গাসের পোনা আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩টায় মনপুরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ওই লঞ্চ থেকে আটক করা হয়।
পরে আটক মাছ শশীগঞ্জ সুইজঘাটে এনে এতিমখানা, লিল্লাহ বোডিং ও অসহায় মানুষের মাঝে বিতরণ করে মৎস্য অফিসের কর্মকর্তা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এমভি ফারহান-৪ লঞ্চে চৌমুহনী লঞ্চঘাটে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মেরিন ফিশারিজ কর্মকর্তা মো: আল আমীনের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ৩০০ কেজি পাঙ্গাসের পোনা আটক করেন। পরে আটক মাছ শশীগঞ্জ সুইজঘাট এলাকায় এনে এতিমখানা, লিল্লাহ বোডিং ও অসহায় মানুষের মাঝে বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো: আল আমিন।
জানতে চাইলে মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন বলেন, মেঘনায় সকল ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা