১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে বাসের চাপায় পথচারী নিহত

বরিশালে বাসের চাপায় পথচারী নিহত - প্রতীকী ছবি

বরিশাল নগরীর কাশিপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় জসিম (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের কাশিপুর পল্লিবিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ উল আলম চৌধুরী।

জসিম উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে ছেড়ে আসা যমুনা পরিবহণের একটি বাস কাশিপুর পল্লিবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়ক অতিক্রম করছিল। তখন রাস্তা পাড় হচ্ছিল জসিম। মাঝ রাস্তায় অবস্থানকালে দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়। এতে সড়কে ওই যুবকের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উপস্থিত পথচারীরা ঢাকাগামী বাসটির পথ আটকে দেয়। তখন চালক ও হেলপার যাত্রীবেশে পালিয়ে যায়।

ওসি মাসুদ বলেন, এ ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement