বাকেরগঞ্জে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা ও পুলিশের মামলা
- বাকেরগঞ্জ সংবাদদাতা
- ০৯ মে ২০২৪, ২১:৪১
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের হামলার দু’টি মামলা করা হয়েছে। পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ডাকুয়া ও তার সমর্থকদের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) বাকেরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ চত্বরে ফলাফল ঘোষণার পর পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামসহ তার সমর্থকরা ক্ষুব্ধ হন। তারা ফলাফল না মেনে ওপর হামলা করে। এ সময় তাকে (নির্বাচন কর্মকর্তা) রক্ষা করতে এলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে তিনিসহ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন ওই নির্বাচন কর্মকর্তা। মামলায় একমাত্র নামধারী সাইফুল ইসলাম ডাকুয়াসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পুলিশ সদস্য ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন। এ ঘটনায় এসআই ফারুক খান মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ফলাফল ঘোষণার পর পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা তা না মেনে মিলনায়তনে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামকে কিল-ঘুষি লাথি দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে রক্ষা করে।
তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভোট কারচুপির মাধ্যমে স্থানীয় এমপির আপন ছোট ভাই আব্দুস সালাম মল্লিককে বিজয়ী ঘোষণা করেছেন। এ সময় আমার সমর্থকরা প্রতিবাদ করলে পুলিশ নির্বিচারে নারী-পুরুষদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা দেখিয়ে আমার একজন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
তবে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেটওয়ার্কের দুর্বলতার কারণে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী কেন্দ্র অনুযায়ী ফলাফল ওয়েবসাইটে আপলোড হতে দেরি হচ্ছিল। ফলে হিসাবটা আসতে দেরি হচ্ছিল। আর এতে ক্ষিপ্ত হন সাইফুল ইসলাম ডাকুয়ার সমর্থকরা। আর ওই সময় সেখানে সরকারি সুবিধাভোগী মেয়র পদমর্যাদার লোকমান হোসেন ডাকুয়াও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা আমাদের ওপর হামলা করেছেন। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ও নির্বাচন কর্মকর্তা পৃথক দুটি মামলা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা