মির্জাগঞ্জে গাঁজাসহ ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ০৫ মে ২০২৪, ২৩:১৫
পটুয়াখালীর মির্জাগঞ্জের আমাড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোর্শেদ আলম পারভেজকে (২৪) গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো এক ছাত্রলীগকর্মী গ্রেফতার হয়েছে।
রোববার (৫ মে) গ্রেফতারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার পারভেজ ময়দা গ্রামের আ: মালেক সিকদারের ছেলে। আর রাকিবুল শ্রীনগর গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
পুলিশ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাতে উপজেলার শ্রীনগর এলাকার মোস্তফা মেম্বারের করাতকল থেকে গাঁজা ক্রয়-বিক্রয় সময় পারভেজ এবং রাকিবুলকে (২১) গ্রেফতার করে থানার এসআই মো: এনামুল হক।
এ সময় তাদেরকে তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পারভেজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত ছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা