১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা :

গলাচিপায় একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

- ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় স্থানীয় মাঠে দু’টি জানাজা (পুরুষ ও নারী) শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ভোরে লাশগুলো তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পৌঁছায়।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মৌজে আলী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও এনামুল ওরফে খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার ওরফে অন্তর (১২)।

বুধবার কাওসারের মানত থাকায় প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে ফিরছিলেন তারা। পথে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে নিহতদের বাড়িতে দেখা যায়, নিহত খোকনের স্ত্রী ইলমা বেগম (২১) তার দেড় বছরের মেয়ে মিতাহুলকে কোলে নিয়ে কাঁদছেন। স্বজনেরা তাকে সান্তনা দেয়ার চেষ্টা করছেন। দুই ছেলে, ছেলের বউ ও নাতিকে এক সাথে হারিয়ে বাকরুদ্ধ ৮০ বছর বয়সী জামাল ও এনামুলের মা হালিমা বেগম। ঘরের বাহিরে দুই ছেলের নাম ধরে জামাল-খোকন বলে কাঁদছিলেন।

হাালিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘এবারো ঈদের আগে আমাকে ঢাকা থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল জামাল। বলেছিল, কোরবানিতে বাড়িতে আসবে। কিন্তু এই দুর্ঘটনা শেষ করে দিয়েছে সব আশা।’

তিনি আরো জানান, স্বামী মৌজে আলী মৃধা মারা যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব নিয়েছিলেন জামাল। জীবিকার তাগিদে ঢাকায় যান জামাল। তিন বোনকেও বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এখন কে তাদের দেখবে বলে কেঁদে ফেলেন হালিমা।

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু জানান, নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। এই জানাজায় সর্বস্তরের জনগণ অংশ নেয়।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সহযোগিতার আশ্বাস দেন।


আরো সংবাদ



premium cement
আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১ রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

সকল