কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিশুক ড্রাইভার নিহত
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫২
পিরোজপুরের কাউখালী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রফিক সরদার (৩৮) নামে এক মিশুক ড্রাইভার নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে বেকুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
রফিক সরদার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের ইয়াকুব সরদারের ছেলে।
জানা যায়, ওই স্থানে দুর্ঘটনায় আহত হওয়ার পরে স্থানীয়রা রফিককে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনায় সময় নিহত রফিকের মেয়ে স্কুলছাত্রী ইভা আক্তার (১১) গুরুতর আহত হয়। সে বর্তমানে বরিশাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা