পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল
- পিরোজপুর প্রতিনিধি
- ২৪ এপ্রিল ২০২৪, ২৩:৪৫
পিরোজপুরের কঁচানদীর চরখালী-টগড়া ফেরিতে ব্রেক ফেল হওয়া একটি বাসের ধাক্কায় চারটি মোটরসাইকেল নদীতে পড়ে গেছে। এ ঘটনায় বাসচালক বাসুদেব দাসকে (৪০) আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, চরখালী ঘাটে ভেড়ানো ফেরিতে গাড়ি তোলা হচ্ছিল। ওই সময়ে বরগুনা-পাথরঘাটা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেট্রোপলিটন পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা মঠবাড়ীয়া-পিরোজপুরগামী সাহারা পরিবহনের একটি বাসে সজোড়ে ধাক্কা দেয়। এতে সাহারা পরিবহনের বাসটির এক তৃতীয়াংশ নদীতে ঝুলে পড়ে। ওই সময় ফেরির সামনে থাকা চারটি মোটরসাইকেল এবং অন্তত ৫০ যাত্রী নদীতে পড়ে যায়। পরে যাত্রীদের ফেরি ঘাটে থাকা ট্রলার নিয়ে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে।
মোটরসাইকেল-আরোহী মো: সোহেল ফকির জানান, চরখালী থেকে মোটরসাইকেলে সে তার ছোট মেয়ে এবং ভাতিজাকে নিয়ে পিরোজপুর যাওয়ার জন্য ফেরিতে ওঠে। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান, কিন্তু মোটরসাইকেলটি নদীতে পড়ে যায়।
এ ঘটনায় ১১ রুটের যানচলাচল বন্ধ রয়েছে। উভয় ফেরি ঘাটে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় ফায়ার সার্ভিসে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে চলে জানা গেছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন এবং বাসচালক বাসুদেব দাসকে আটক করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা