কাঁঠালিয়ায় হিট স্টোকে ব্যবসায়ীর মৃত্যু
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ২১ এপ্রিল ২০২৪, ১৩:৪৪
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মো: আফজাল হোসেন তালুকদার (৪০) নামের এক ডেকরেটার ব্যবসায়ী হিট স্টোকে মারা গেছেন।
নিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে তার ইন্তেকাল হয়। স্থানীয় ডা. দিলিপ চন্দ্র হাওলাদার হিট স্টোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো: আফজাল হোসেন তালুকদার পশ্চিম আউরা গ্রামের মৃত্যু মো: আনোয়ার হোসেন তালুকদারের ছেলে। তিনি কাঁঠালিয়া শহরে ডেকরেটার ব্যাবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা, দুই ভাই চারবোন রেখে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো: বাদল মাহমুদ বলেন, রোববার (২২ এপ্রিল) সকাল ৯টার সময় নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
আজও কাঁঠালিয়ার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা