কাউখালীতে বৃদ্ধার লাশ উদ্ধার
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৬
পিরোজপুরের কাউখালীতে হেলাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হেলাল উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘরের পাশের গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন হেলাল। স্থানীয়রা ও হেলাল উদ্দিনের ছেলে থানায় খবর দিলে কাউখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
হেলাল উদ্দিনের ছেলে মামুন জানান, তার বাবা প্রায় দু’বছর আগে রোড অ্যাক্সিডেন্টের পর ভারসাম্যহীন হয়ে পড়েন। ঘটনার দিন সন্ধ্যায় তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছি না। পরে বাড়ির পাশের গাছে গলায় রশি দিয়ে ঝুলতে দেখা যায় তাকে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে।
ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা