বাড়িতে ঈদ করতে এসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ১১ এপ্রিল ২০২৪, ২২:২১
পিরোজপুরের কাউখালীতে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফায়জুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ করতে নিজবাড়ি এসেছিলেন।
তিনি উপজেলার নাঙ্গুলি গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি গ্রামে ২০১৭ সালে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও নির্যাতন মামলায় নারী ও শিশু ট্রাইবুনাল পিরোজপুর আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফায়জুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
তবে ফায়জুল দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হঠাৎ করে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের জন্য গ্রামের বাড়ির নাঙ্গুলিতে আসেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কাউখালী থানা পুলিশের একটি দল এদিন বিকেলে ওই বাড়িতে ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি ফায়জুল ইসলামকে গ্রেফতার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা