১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিরোজপুরে ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড : নিহত ২, আহত ২০

পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরে কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েক শ’ বাড়িঘর। এ ঝড়ে গাছচাপায় এক নারী ও ঝড়ে উড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ ঝড় শুরু হয়।

নিহতরা হলেন জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামের ব্যবসায়ী মেরাজ হোসেনের স্ত্রী রুবী বেগম (২২) ও একই ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কানাই লাল পালের ছেলে অনিল পাল (৮০)।

মৌসুমি এ ঝড়ে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছপালা ভেঙে বরিশালের সড়কে পড়ে যোগাযোগসহ বিভিন্ন এলাকার সাথে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জানা গেছে, রোববার সকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে চারিদিকে অন্ধকার হয়ে পড়ে। পরে দমকা বাতাস ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রায় ১০ মিনিটের এ ঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপরে পড়ে কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় সব সড়কের যোগাযোগ ব্যবস্থা। এ সময় পৌর এলাকার নিকটবর্তী শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছচাপা পড়ে রুবী বেগম নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। এ সময় ওই গৃহবধূর মেহেজাবিন নামের ছয় বছরের একটি কন্যা শিশুও গুরুতর আহত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। এছাড়া বাড়ি ফেরার পথে ঝড়ের বাতাসে উড়ে গিয়ে অনিল পালের মৃত্যু হয়েছে।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রমজান আলী জানান, ঘুর্ণিঝড়ে আহত রুবি নামের এক গৃহবধূ ও তার মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। আর তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের অপর সূত্র জানায়, এ ঝড়ে এখন পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মো: আজমির হোসেন মাঝি জানান, ঝড়ের সময় চারিদিকে অন্ধকার হয়ে এলে অনিল পাল নিজ বাড়িতে ফেরার পথে তাকে দমকা বাতাসে উড়িয়ে নিয়ে ওই এলাকার নলবুনিয়া খালে ফেলে দেয়। পরে খালে ভাসতে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘুর্ণিঝড়ে কয়েক শত কাঁচা ঘর ও আধা পাকা ঘর ভেঙে যাওয়াসহ শত শত গাছপালা ভেঙে গেছে। এখনো কোনো সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে কয়েক শত গাছ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জেলা বন বিভাগ সূত্র জানায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুজ্জামান বলেন, ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। অন্য জনকে পানিতে পাওয়া গেছে বলে শুনেছি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল