১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভুয়া ও এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

ভুয়া ও এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী - ছবি : নয়া দিগন্ত

ভুয়া ও এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করে সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ অবৈধ নির্বাচন, ভুয়া ভোটার, ভুয়া নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করেছে। আইনগত প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে তাদেরকে উৎখাত করতে হবে।

সোমবার (১ এপ্রিল) ইফতার পূর্ববর্তী উপজেলার আশ্রাফ গ্রিন পার্কে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ব্যানারে ২৮ অক্টোবর মহাসমাবেশে থেকে আটক নেতাকর্মীদের কারামুক্ত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এমন নির্বাচন করতে হবে যে নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচনের জন্যই বিএনপি আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে। জনগণ এই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ৫২৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছিল। এছাড়া পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়। এখনো ১০ হাজার নেতাকর্মী কারাগারে আছেন। তাদের অবিলম্বে মুক্তির জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। আমদের লক্ষ্য হবে ঐক্য। বাংলাদেশ ষড়যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছে। ষড়যন্ত্র করে কউ সফল হতে দেখিনি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, তারাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ঠিক করে দিয়েছিল। এখন তারাই প্রতীক ছাড়াই নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নিজেদের ঘরের যুদ্ধ না মেটাতে পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় টানাপোড়েন দেখা দিতে পারে বলেও মনে করেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজির সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. সাইফুল আলম রঞ্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রুবেল মৃধা, সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুর হোসেন মৃধা, সাবেক সদস্য মো: ফিরোজ আলম গোলদার প্রমুখ।

ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ছয় ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

সভাপতির বক্তব্যে আশরাফ আলী হাওলাদার বলেন, মির্জাগঞ্জবাসীর কাছে আমি চির ঋণী। আপনারা আমাকে ভালোবাসেন তা আমি জানতাম কিন্তু এত ভালোবাসেন তা আমি বুঝতে পারিনি। স্বাগত অতিথি বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সবশেষে ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আরো সংবাদ



premium cement