২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

বরিশালে ২ শিশুকে ধর্ষণের ঘটনায় ২ জনের যাবজ্জীবন

- প্রতীকী ছবি

বরিশালে পৃথক ধর্ষণ ঘটনার ১০ ও ১১ বছরের পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। পাশাপাশি দুই দণ্ডিতকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মরহুম আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

রায় ঘোষণার সময় দুই দণ্ডিত আসামি এজলাসে উপস্থিত ছিলেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।

পৃথক দুই মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু তাড়াতে যায় ১১ বছর বয়সী মেয়ে শিশু। ক্ষেতের পাশে থাকা রজত তখন এই শিশুর মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে রজত। এ ঘটনায় শিশুটি আগৈলঝাড়া থানায় মামলা করে। থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালের ৪ আগস্ট রজতকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক সাতজনের স্বাক্ষ নিয়ে রায় দিয়েছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে ৯ বছর বয়সী মাদরাসাছাত্রীকে খাবারের প্রলোভন দিয়ে দোকানের পেছনে নেয় দোকানী আবুল হোসেন বালী। পরে সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় এক ক্রেতা এসে দোকানী আবুলকে না পেয়ে পিছনে উঁকি দিয়ে শিশুকে ধর্ষণ করতে দেখে মাদরাসায় গিয়ে জানিয়ে দেয়। পরে মাদরাসার শিক্ষকরা গিয়ে শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা মামলা করেন।

উজিরপুর মডেল থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট জমা দেন। বিচারক চারজনের স্বাক্ষ নিয়ে রায় ঘোষণা করেছেন।


আরো সংবাদ



premium cement
গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ সেতু ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজুসহ গ্রেফতার ১৭ ঢাকায় গুলিবিদ্ধ শিবলুর লাশ ফেনীতে দাফন দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা : প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রেমিট্যান্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে : পলক অস্ত্রবিরতির জন্য হ্যারিসের আহ্বান, সমালোচনায় ইসরাইলি কট্টরপন্থিরা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী ‘ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার পর হাত-পা বেঁধে ফেলেছি’

সকল