২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বরিশালে ২ শিশুকে ধর্ষণের ঘটনায় ২ জনের যাবজ্জীবন


বরিশালে পৃথক ধর্ষণ ঘটনার ১০ ও ১১ বছরের পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। পাশাপাশি দুই দণ্ডিতকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মরহুম আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

রায় ঘোষণার সময় দুই দণ্ডিত আসামি এজলাসে উপস্থিত ছিলেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।

পৃথক দুই মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু তাড়াতে যায় ১১ বছর বয়সী মেয়ে শিশু। ক্ষেতের পাশে থাকা রজত তখন এই শিশুর মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে রজত। এ ঘটনায় শিশুটি আগৈলঝাড়া থানায় মামলা করে। থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালের ৪ আগস্ট রজতকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক সাতজনের স্বাক্ষ নিয়ে রায় দিয়েছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে ৯ বছর বয়সী মাদরাসাছাত্রীকে খাবারের প্রলোভন দিয়ে দোকানের পেছনে নেয় দোকানী আবুল হোসেন বালী। পরে সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় এক ক্রেতা এসে দোকানী আবুলকে না পেয়ে পিছনে উঁকি দিয়ে শিশুকে ধর্ষণ করতে দেখে মাদরাসায় গিয়ে জানিয়ে দেয়। পরে মাদরাসার শিক্ষকরা গিয়ে শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা মামলা করেন।

উজিরপুর মডেল থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট জমা দেন। বিচারক চারজনের স্বাক্ষ নিয়ে রায় ঘোষণা করেছেন।


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই : পররাষ্ট্রমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে বাংলাদেশী কারীর আজান-মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খুতবায় নিউইয়র্ক সেন্টারে জুমার নামাজ বিপিএলে উপেক্ষিত মুমিনুল, মুনিম, সাব্বির ড্রাফট শেষে কেমন হলো বিপিএলের দলগুলো নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু পাথরঘাটায় অটোরিকশাচাপায় শিশু নিহত তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ বাড়ি ফেরা হলো না আমতলীর ইউপি সদস্যের নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সকল