১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা

মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা - ফাইল ছবি

‘মোবাইল ফোন চুরির অভিযোগে মঠবাড়িয়ায় ছিন্নমূল কিশোরকে নির্যাতন’ শিরোনামে নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নির্যাতনকারীদের বিরুদ্ধে শুক্রবার সকালে মামলা হয়েছে।

আহত কিশোর সানাউলের মামা শহিদুল ইসলাম (৩৬) শুক্রবার সকালে তিনজনের নাম উল্লেখসহ আরো চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন উপজেলার হোগলপাতি গ্রামের মৃত আ: সামাদ হাজীর ছেলে ওষুধ ব্যবসায়ী সোহাগ (২৬), দুলু (৩২) ও ছোমেদ মাতুব্বরের ছেলে বেল্লাল (৩০)।

মামলা ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে ছিন্নমূল কিশোরকে সানাউলকে (১৩) বুধবার রাতে উপজেলার হোগলপাতি গ্রামে সোহাগের মালিকানাধীন ওষুধের ফার্মেসিতে আটকিয়ে রেখে সোহাগসহ অন্য আসামিরা প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে প্রায় চার ঘণ্টা ধরে নির্যাতন চালায়। সংবাদ পেয়ে গভীর রাতে স্থানীয় চৌকিদার জসিম উদ্দিন ও ইউপি সদস্য জাকিরে হোসেন আহত কিশোর সানাউলকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যান। পরে হাসপাতালে ভর্তি করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement