১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


জেগে ওঠা ডুবো চরে ফেরি চলাচল ব্যাহত

- ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার কঁচা নদীর বিভিন্ন স্থানে ডুবোচরে আটকা পড়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চালাচল, ফলে ভাণ্ডারিয়া-খুলনাসহ ১২টি রুটের যান চলাচল বিঘ্ন ঘটছে। মাঝ নদীতে ফেরী আটকে থাকার কারণে প্রতিনিয়ত ফেরির দুই পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, চরখালী-টগড়া ফেরি রুট দিয়ে প্রতিদিন ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১২ টি রুটের যান চলাচল করে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ নদীটি পার হতে বছরের অন্যান্য সময় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগলেও, শীত মৌসুমে এ চিত্র পুরোটাই উল্টো। এ সময় নদীতে পানি কমে যাওয়ায় প্রায়শই ফেরি আটকা পড়ে ডুবো চরে। নদীর প্রায় অর্ধেকটা জুড়েই রয়েছে ডুবোচর।

আর এতে প্রায়শই ঘন্টার পর ঘন্টা ফেরি আটকে থাকে নদীর মাঝখানে। আর যতক্ষণ নদীতে জোয়ার না আসে, ততক্ষণ এ অপেক্ষা করতে হয়। নদীতে ফেরি আটকে থাকায় যাত্রীসহ গাড়ি চালকদের মূল্যবান সময় নষ্টসহ নানাবিধ সমস্যায় পড়তে হয়। এছাড়া ভাটার সময় পল্টুন অনেক নিচে নেমে যাওয়ায় ফেরিতে গাড়ী উঠতেও অনেক সমস্যা হচ্ছে।

এদিকে কঁচা নদীর নাব্যতা সংকট দূর করতে ড্রেজিং এর মাধ্যমে সরকার অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার টগড়া-চরখালী ফেরি রুট ব্যবহারকারীদের দাবী। প্রতিদিন টগড়া-চরখালী ফেরি ঘাট থেকে প্রায় ২ শত যানবাহন পারাপারসহ কয়েক হাজার মানুষ পারাপার হয়। কিন্ত নদীতে চর জেগে ওঠায় প্রায়ই ফেরি আটকে পড়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

চরখালী ফেরির ইজারাদার মোঃ জসীম উদ্দিন জানান, কঁচানদীতে ড্রেজিং না করলে যাত্রীদের দুর্ভোগ আরো বেড়েই যাবে। তিনি, ফেরি চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত নদী ড্রেজিং করার দাবী জানান।

এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফকরুল ইসলাম বলেন, কঁচা নদীর নাব্যতা সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল