১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধনবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ধনবাড়ীর বীরতারার পাঁচনখালীর বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা : নয়া দিগন্ত -

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের পাঁচনখালীর দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন দয়ের পাড় বিলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
গত বৃহস্পতিবার বিকেলে শুরু হয় দুই দিন ব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার বিকেলে। নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয় সন্ধ্যায়।
নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ধনবাড়ী ও পাশর্^বর্তী জেলা জামালপুরের সরিষাবাড়ী থেকে প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। ছোট, বড় ও মাঝারি নৌকা পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো বর্ণিল এ নৌকাবাইচের আয়োজন করেন স্থানীয় জয়বাংলা স্পোর্টিং ক্লাব।
এতে উপজেলার অন্যতম বিনোদনমূলক এ প্রতিযোগিতায় পাশর্^বর্তী বিভিন্ন উপজেলা ও থেকে জলপথে নৌকা আর সড়কপথে যানবাহনে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় শেষ হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় ২০টি নৌকা। পরে, নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজ্জাকের সঞ্চালনায় ও আব্দুল জলিল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কফিল আকন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন- বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় যুবলীগ নেতা রাসেল রানা, সোহেল রানা, ছাত্রলীগ নেতা রবিন আকন্দ, আওয়ামী লীগ নেতা চান মিয়া প্রমুখ।


আরো সংবাদ



premium cement