১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিলেটের নবাগত এসপি

-

সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আবদুল মান্নান। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, চোরাচালান, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় এসপি আবদুল মান্নান বলেন, সাংবাদিকরা পুলিশের পরিপূরক, প্রতিপক্ষ নয়। ক্রান্তিকালে পুলিশের সাথে সাংবাদিকরাও জীবন বাজি রেখে কাজ করেন। পুলিশকে তথ্য দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতা করেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, সিলেটের সাধারণ মানুষের সৌজন্য বোধকে পুলিশ বিশেষভাবে মূল্যায়ন করে। এ সভায় সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, শাহ্ দিদার আলম চৌধুরী নোবেল, ইমজা সভাপতি সজল ছত্রীসহ এখানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিলেট ব্যুরো।


আরো সংবাদ



premium cement