১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুপচাঁচিয়া পৌরসভার বাজেট ঘোষণা

-

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বুধবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬২ কোটি ৮০ লাখ ৮৫ হাজার ৪৩১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। এতে আয় ধরা হয়েছে ৬২ কোটি ৮০ লাখ ৮৫ হাজার ৪৩১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি পাঁচ লাখ ৯৭ হাজার ৯২০ টাকা। উদ্বৃত্ত থাকবে ৭৪ লাখ ৮৭ হাজার ৫১১ টাকা।
এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। এ সরকার দেশের প্রতিটি পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার মুক্তা, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌরবাসী মিজানুর রহমান খান সেলিম, মাকসুদুর রহমান মুকুল, আব্দুর রাজ্জাক, হাফিজার রহমান মাষ্টার, উজ্জল চক্রবর্তী শিশির প্রমুখ।


আরো সংবাদ



premium cement