বরিশালে নগর বিএনপির আনন্দ মিছিল
- বরিশাল ব্যুরো
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
বরিশাল মহানগর বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এর আগে গত ৭ জুলাই বরিশাল মহানগর বিএনপির তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।
আনন্দ মিছিলের আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। দোয়া মুনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মুহাম্মাদ নাঈম খান।
এ সময় নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে আমরা জেলা ও মহানগর বিএনপি মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।
আনন্দ মিছিলের আগে দুপুর থেকে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় তারা প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা