১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে দুই শতাধিক পরিবারের পানিবন্দী থাকার আশঙ্কা

নিষ্কাশনের ব্যবস্থা নেই
-

পিরোজপুরের কাউখালী সদরে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুই শতাধিক পরিবার বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে থাকার উপক্রম হয়েছে। উপজেলা সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ এ এলাকার দুই শতাধিক পরিবার বর্ষা মৌসুমে কাদা পানিতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ে। বিদ্যালয়ের পিছনের মাঠের পানি চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় ডেঙ্গু মশা, বিভিন্ন পোকামাকড় ও সাপের নিরাপদ স্থান এলাকাটি।
কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা বলেন, বিদ্যালয়ের পিছনে ডোবার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মশা মাছিসহ সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। কাজী হারুন অর রশিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথিকা সাহা বলেন, ডোবায় ডেঙ্গু মশাসহ সাপের উপদ্রবে ছাত্র-ছাত্রীরা আতঙ্কে থাকে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র জালিম মাহমুদ বলে, ডোবায় সাপ ও মশা বেড়ে যাওয়ায় বিদ্যালয়ে যেতে ভয় লাগে।
স্থানীয় আব্দুল বারেক বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারিনি, ফলে বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় বাড়ি করার চেষ্টা করছি।
স্থানীয়রা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সদর ইউপি চেয়ারম্যানকে বার বার বলা সত্ত্বেও তারা আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। জনসাধারণ স্থানীয় এমপি মহিউদ্দিন মহারাজের হস্তক্ষেপ কামনা করছি। কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এলাকাবাসী সহযোগিতা করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সদর ইউপি চেয়ারম্যানকে বলেছি পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য।


আরো সংবাদ



premium cement