হোমনায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা প্রদান
- দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
কুমিল্লার হোমনায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধপত্র দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার ধারাবাহিকতায় গতকাল শনিবার হোমনা মডেল সরকারি বিদ্যালয়ে দিনব্যাপী উপজেলার দুই হাজার গরিব ও দুস্থ জনসাধারণকে এ সেবা দেয়া হয়।
এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান, সার্জিক্যাল বিশেষজ্ঞ লে. কর্নেল অসীম কুমার দত্ত, চর্ম বিশেষজ্ঞ লে. কর্নেল এনামুল হক, চক্ষু বিশেষজ্ঞ মেজর শ্যামল কুমার, মেডিসিন বিশেষজ্ঞ মেজর তাসনুভা তাহসিন, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিনসহ ১১ সদস্যের মেডিকেল টিম কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা