গাবতলীতে চড়ক মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সিটন
- গাবতলী (বগুড়া) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
বগুড়ার গাবতলীর কাগইলে চড়ক মেলার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। এ মেলায় হাজারো হিন্দু-মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ঢল নামে। উপজেলার কাগইল মধ্যপাড়া শিব ও কালিমন্দির কমিটি আয়োজিত ৯ দিনব্যাপী নানা অনুষ্ঠানের শেষ দিনে গত বৃহস্পতিবার চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ দিনে এ চড়ক পূজার মেলায় নাটোরের সিংড়া এলাকা থেকে আসা সন্ন্যাসী ভোলা দাস তার পিঠে দুটি স্থানে বড়শি দিয়ে চামড়া ছিদ্র করে মোটা রশি দিয়ে চড়কে ঘুরতে থাকেন। এ অবস্থায় তিনি একটি শিশুকে কোলে নিয়ে পুনরায় মোটা রশি দিয়ে চড়কে ঘুরেন। এ ঘটনা দেখে উপস্থিত দর্শকরা আর্শ্চয হয়।
মন্দির কমিটির সভাপতি শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে ও শিক্ষক বিশ্বম্ভর দত্তের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, থানার এসআই আব্দুল কুদ্দুস প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা