বিকল্প রাস্তা না করে ব্রিজ নির্মাণকাজ শুরু করায় মানববন্ধন
- ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
বিকল্প রাস্তা তৈরি না করে ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে রেজুমিয়া বাজার এলাকায় মুহুরী নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু করায় ছাগলনাইয়া পৌরসভার চার গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এ জন্য চলাচলের জন্য আগে বিকল্প একটি রাস্তা তৈরি করে ব্রিজ নির্মাণের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগীরা।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলায় মুহুরী নদীর ওপর নির্মিত রেজুমিয়া ব্রিজটি এক দশকেরও অধিক সময় ধরে ঝুঁকিপূর্র্ণ অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ দিকে ব্রিজ নির্মাণের জন্য নির্মাণসামগ্রী গুছিয়ে না রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানটি যত্রতত্র এলোমেলোভাবে রাস্তার ওপর মালামাল ফেলে রেখে জনগণের যাতায়াতের পথ রুদ্ধ করে রেখেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া নদীরকূল, দক্ষিণ সতর নদীরকূল, উত্তর সতর নদীরকূলসহ চার গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ওই পথে এখন চলাচল করতে পারছেন না।
এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে রেজুমিয়া ব্রিজের পাশে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে স্থানীয়দের পক্ষে আশরাফ হোসেন তারামিয়া, নেজাম উদ্দিন, কপিল উদ্দিন, সাহাব উদ্দিন, মাওলানা রিয়াজুল ইসলাম, মাসুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শহীদ উল্লাহ ও জাফর উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিকল্প রাস্তা তৈরি না করে চলাচলের রাস্তাটি নির্মাণসামগ্রী দিয়ে সম্পূর্ণ বন্ধ করে রাখায় স্কুল-কলেজের শিক্ষার্র্থীরা, সাধারণ মানুষ ও হাসপাতালে নিয়ে যাওয়া রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প রাস্তা তৈরি করে ব্রিজ নির্মাণের কাজ করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা। এ ব্যাপারে ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা এলাকাবাসীদেরকে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন। ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোবাইল ফোনে এলাকাবাসীদেরকে আশস্ত করে বলেন, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি বিকল্প রাস্তা তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা