১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সাপ

-

পিরোজপুরের কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিনের কক্ষে দেখা গেল একটি সাপ। উপজেলা সদরে অবস্থিত ওই বিদ্যালয়ের আয়া মিনতি রানী রায় সকাল ৯ টায় প্রধান শিক্ষকের কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকেই সাপটিকে দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ছুটে আসেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল। এর পর একে একে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাও ছুটে আসেন। সাপটি আক্রমণ করার আগেই তারা সাপটিকে মেরে ফেলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, কোন জাতের সাপ তিনি তা নিশ্চিন্ত করে বলতে পারছেন না। তবে সাপটি বিষধর হবে এবং তার গায়ে আঁকাবাঁকা দাগ রয়েছে।


আরো সংবাদ



premium cement