রূপগঞ্জে পরীক্ষার হলে নকলের সাথে গাঁজার পুরিয়া, পরীক্ষার্থী আটক
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় নকল করতে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে উপস্থিত ম্যাজিস্ট্রেট তিন পরিক্ষার্থীকে আটক ও বহিষ্কার করেছেন।
আটক পরিক্ষার্র্থীদের মধ্যে শ্রাবণ মোল্লা নামে এক পরিক্ষার্থীর কাছ থেকে নকলের চিরকুটের সাথে এক পুরিয়া গাঁজাও পাওয়া যায়। এ সময় নকলের সাথে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় শ্রাবন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। শ্রাবণ মোল্লা মাদকসহ হলে প্রবেশ করে। আটক পরীক্ষার্থী তিনজনই পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী। বাকি দুইজনকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, দুই জনকে বহিষ্কার ও এক জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা