১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালমোহনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ

-

ভোলার লালমোহনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
গত বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান (টিটব)। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সুন্দর ও নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ায় প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমি লালমোহনকে একটি মডেল, দুর্নীতি এবং মাদকমুক্ত উপজেলা গড়ে তুলব।
এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব মো: রুহুল আমিন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন পঞ্চায়েত, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমুখ।


আরো সংবাদ



premium cement