১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

-

গলাচিপায় গত বুধবার পরীক্ষা চলাকালীন একটি কক্ষের সিলিং ফ্যান খুলে এক ছাত্রীর মাথার ওপরে এসে পড়ে। এতে প্রিয়াংকা পাল নামে ওই ছাত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ৫-৬টি সেলাই পড়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়।
জানা যায়, প্রিয়াংকা পাল গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি শাখার এ্যাপারেল ট্রেডের (ড্রেস মেকিং) ছাত্রী। বুধবার ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ে ১৮ জন ছাত্রী ওই বিদ্যালয়ের একটি জরাজীর্ণ কক্ষে পরীক্ষা দিচ্ছিল। এ সময় হঠাৎ ফ্যান সিলিং থেকে খসে পড়লে গুরুতর আহত হয় প্রিয়াংকা।
স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন জানান, চিকিৎসা শেষে প্রিয়াংকাকে বাসায় নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement