জনবল নিয়োগে অগ্রাধিকার পায়নি বেকার যুবকরা
- বিপ্লব ইসলাম লংগদু (রাংগামাটি)
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
রাংগামাটির লংগদুতে অর্থনৈতিক শুমারি-২০২৪ জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার সাতটি ইউনিয়নে চারটি জোনে বিভক্ত করে সম্প্রতি তালিকাকারী নিয়োগ দিয়েছে উপজেলা পরিসংখ্যান অফিস। নিয়োগপ্রাপ্তদের তিন দিনের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। এদিকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দকৃত নাশতা ও খাবারের টাকা বণ্টন নিয়েও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শিক্ষিত বেকার যুব ও যুব মহিলারা যারা বিগত দিনে বিভিন্ন শুমারির কাজে অভিজ্ঞ ও দক্ষ তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়ার বিধান রয়েছে। তবে লংগদু উপজেলার চিত্র তার উল্টো। এখানে সেসব যুবদের বঞ্চিত করে বেসরকারি চাকরিজীবী, অনভিজ্ঞ, জনপ্রতিনিধিসহ মধ্যবয়সী পুরুষ ও নারীদের নিয়োগ দেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা পছন্দের লোক দিয়ে তালিকা প্রস্তুত ও সে অনুযায়ী নিয়োগ দিয়েছেন। যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে জনমনে। জানা যায়, জনবল নিয়োগ কোনো বিজ্ঞপ্তি আকারে প্রকাশ না করে গোপনে পরিসংখ্যান অফিস হতে জনশুমারির তালিকা থেকে এবং পছন্দের লোকদের ফোন করে ডেকে এনে নিয়োগ দেয়া হয়েছে।
আরো জানা যায়, প্রশিক্ষণে তালিকাকারীদের জন্য নাশতা ও দুপুরের খাবার বাবদ বরাদ্দ ৩০০ টাকা (ভ্যাট বাদে ২৬১ টাকা) থাকলেও তাদের ১৭৫ কিংবা ১৮০ টাকার নাশতা ও খাবার দেয়া হয়েছে। একই চিত্র সব প্রশিক্ষণ কেন্দ্রে। খাবারের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান অফিসার শাহরিয়ার রশীদ চৌধুরীর অফিসে গেলে তাকে পাওয়া যায়নি একাধিক বার তার নম্বার ও ওয়াট্সঅ্যাপে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা পরিসংখ্যান অফিসার নুরুজ্জামানের কাছে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টিকে কোনো গুরুত্ব না দিয়ে উল্টো প্রতিবেদকের সাথে রাগান্বিত স্বরে কথা বলেন এবং ফোন কেটে দেন। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল দাশ বাবু বলেন, অনিয়মের বিষয়টি আমরা খতিয়ে দেখবো। কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা