খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে বিএনপির সমাবেশ
- পিরোজপুর প্রতিনিধি
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। গত বুধবার বিকেলে পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কে বিএনপি জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
সমাবেশে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সাবেক জেলা সহসভাপতি এলিজা জামান, সাবেক সহসভাপতি আব্দুস ছালাম বাতেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা