চাকরি নিয়মিতকরণের দাবিতে রূপগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি
- কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সব চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল বুধবার নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিদ্যুৎব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রাখা হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর, জোনাল, সাব জোনাল ও এরিয়া অফিসের প্রায় তিন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।
এ সময় আন্দোলনকারীরা জানান, দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার করেন তারা।