১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বরগুনা সাংবাদিক ইউনিয়ন

নয়া দিগন্তের প্রতিনিধি গোলাম কিবরিয়া সভাপতি নির্বাচিত

-

বরগুনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪-২৬ ইউনিয়নের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাগর আকন (মোহনা টেলিভিশন)। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক পদে ও কার্যকরী সদস্যসহ ১৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সহ-সভাপতি ও দফতর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সিনিয়র সহসভাপতি পদে সোনালীনিউজ.কম ও দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান তাপস নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজ ও দৈনিক মানবকালের বার্তা সম্পাদক খান নাইম ১৪ ভোট পেয়েছেন। তাই লটারিতে প্রথম বছর আসাদুল এবং দ্বিতীয় বছর খান নাইম দায়িত্ব পালন করবেন। প্রচার সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রা ও নতুন সময়.কম এর এম সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে খায়রুল ইসলাম আকাশ, সগীর হোসেন, ইমরান হোসেন ও আবু হাসান নির্বাচিত হন। ইমরান হোসেন ও আবু হাসান সমান ভোট পাওয়ায় প্রথম বছর ইমরান ও দ্বিতীয় বছর আবু হাসান দায়িত্ব পালন করবেন।


আরো সংবাদ



premium cement