১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনাগাজীতে এক এনজিও অর্ধ কোটি টাকা নিয়ে উধাও

-

ফেনীর সোনাগাজীতে ওপিডি সাপোর্ট প্রোগ্রাম নামে নিবন্ধনহীন একটি এনজিও গ্রাহকদের সঞ্চয়ের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। গত ১ জুলাই ঋণ দেয়ার কথা থাকলেও সহস্রাধিক গ্রাহক তারা এসে দেখেন অফিসে কর্মকর্তারা কেউ নেই। অফিসটিও তালা লাগানো। কর্মকর্তাদের মোবাইলে ফোন দিয়ে সবগুলো বন্ধ পাওয়া যায়।
দুই মাস আগে সোনাগাজী পৌর এলাকার ৭ নম্বার ওয়ার্ডের হাওয়াই রোডের এয়াছিনের বাড়ির নিচ তলার দু’টি কক্ষ ভাড়া নিয়ে ওই এনজিওটি অফিস খুলে বসেছিল।
ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানায়, ঢাকার কাকলী বনানীর মিলি সুপার মার্কেটের বিপরীতে ১০ নম্বার রোডের ৫৬০ নম্বার বাড়ির এনএস ভবনের দ্বিতীয় তলা তাদের প্রধান কার্যালয় এমন ঠিকানা ব্যবহার করে অফিস খোলেন তারা। ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে পরিচয় দেন জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। জাঁকজমকপূর্ণ অফিস সাজিয়ে ঋণ দেয়ার নামে গ্রাহকদের প্রলোভন দিয়ে সহস্রাধিক গ্রাহক থেকে আমানত সংগ্রহ করেন ওই অফিসের কর্মকর্তারা।
এভাবে চরচান্দিয়া গ্রামের আয়শা আক্তারের কাছ থেকে ২৪ হাজার ৫৫০, আসমা আক্তারের ৩৯ হাজার ৫০০, সুমি আক্তারের ৩৯ হাজার ৫০০, মো: শাকিলের ৪৫ হাজার ৫৫০, নুর আলমের ১৬ হাজার, বেলায়েত হোসেনের ১৬ হাজার ৫৫০, আকলিমা আক্তারের ১৫ হাজার, টিপু সুলতানের ১৯ হাজার ৫৫০, নুর আলমের ১৬ হাজার ৫৫০, মো: ইসমাঈলের ১৬ হাজার ৫৫০, তামান্নার ২৭ হাজার টাকা ও সুজনের ৫৬ হাজার টাকাসহ আরো গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তারা।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, সরেজমিনে গিয়ে সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার জসিম উদ্দিন ও তার সহকর্মীদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement