ঝিনাইদহে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছিত
- ঝিনাইদহ প্রতিনিধি
- ০৩ জুলাই ২০২৪, ০০:০৫
ঝিনাইদহ বিদ্যুৎ অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাহী প্রকৌশলীর হাতে লাঞ্ছিত হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ।
গত সোমবার সকালে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর দফতরে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ওজোপাডিকো অফিসের প্রধান ফটকে ঝিনাইদহের সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করে এবং নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন।
সময় সংবাদের প্রতিনিধি লোটাস জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবি, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টি জানতে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের দফতরে যাওয়া হয়। এ সব বিষয়ে প্রশ্ন করতেই ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিট ও প্রেস ইউনিটসহ স্থানীয় সকল সাংবাদিক তীব্র নিন্দা জানিয়ে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা