চিরিরবন্দরে নামাজে সিজদারত অবস্থায় শিক্ষকের মৃত্যু
- চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
দিনাজপুরের চিরিরবন্দরে নামাজে সিজদারত অবস্থায় অবসরপ্রাপ্ত শাহাবদ্দিন (৮৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গত রোববার মাগরিবের নামাজের সময় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লিরা জানান, মামুদপুর রসুলপুর দাখিল মাদরাসার সাবেক শিক্ষক শাহাবদ্দিন মাগরিবের সুন্নত নামাজের এক রাকাতের সিজদারতাবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই মসজিদের সর্দার আব্দুল হামিদ জানান, মৃত শাহাবদ্দিন অত্যন্ত সৎ ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন ও পরোপকারী ছিলেন। কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেননি। তার স্ত্রী ও তিন মেয়েও পরহেজগার ও পর্দানশীল।
আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ জানান, তিনি ভালো মানুষ ছিলেন। গতকাল সোমবার নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা