দেওয়ানগঞ্জে ভেঙে গেছে বাঁশের সাঁকো
পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ- খাদেমুল বাবুল জামালপুর
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
পুরনো বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচ গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলার হাতী ভাঙ্গা ইউনিয়নের চখার চর-কাঠার বিল সড়কের খালের উপর স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরেও নির্মাণ হয়নি পাকা সেতু।
জানা যায়, এলাবাসীর চলাচলের সুবিধার জন্য ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা প্রায় ১০০ মিটার একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। কিন্তু পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে সাঁকোটি মেরামতে কোনো উদ্যোগ নেয়া হয়নি। আর তাই এ বছর সাঁকোটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার সাত ভিটা, শাহাজাদপুর, চখার চর, ধুলাউড়ি ও ঘারিপাড়াসহ পাঁচ গ্রামের ২০ হাজারেরও অধিক মানুষ।
স্বধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও ওই খালের ওপর পাকা সেতু নির্মাণ না হওয়া, বাঁশের সাঁকো ভেঙে যাওয়া এবং পাকা সেতু নির্মাণ না হওয়ায় যুগ যুগ ধরে উপজেলার পাঁচ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট নৌকা দিয়ে খাল পারাপার হচ্ছে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, এটি যেহেতু একটি বাঁশের সাঁকো। সেহেতু উপজেলা পরিষদের তহবিল থেকেই দ্রুত সময়ের মধ্যে সাঁকোটি মেরামতের ব্যবস্থা করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা