রংপুরে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ফল উৎসব
- রংপুর অফিস
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
মাদরাসা শিক্ষার্থীদেরকে দেশি ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফল উৎসবের আয়োজন হলো রংপুরে। রংপুর নুরে মদীনা মডেল মাদরাসার উদ্যোগে গত রোববার দিনভর নগরীর রূপকথা পার্কের হলরুমে অনুষ্ঠিত হয় এ উৎসব। মাদরাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা নিয়ামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কাউন্সিলর রফিকুল আলম, সামাজিক সংগঠন বাংলার চোখের সভাপতি তানবির হোসেন আশরাফী প্রমুখ।
মেয়র মোস্তাফিজার রহমান এ উৎসবের উদ্বোধন করে বলেন, মাদরাসা শিক্ষার্থীদের জন্য এ আয়োজন খুবই ইতিবাচক। এর মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীরা মূলধারায় সম্পৃক্ত হবে। বহুমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ ও জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা