পোরশায় একাধিক প্রাথমিক বিদ্যালয়ে চুরি
- পোরশা (নওগাঁ) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
নওগাঁর পোরশায় গত দুই মাসে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র উপজেলার কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিছিরা প্রাথমিক বিদ্যালয়, শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, বড়রনাইল প্রাথমিক বিদ্যালয় ও কালাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের অফিসের তালা ভেঙে প্রজেক্টর, ল্যাপটপ, বিদ্যালয়সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমার, আর্থিং তারের ঢাকনা, তার, বিদ্যালয়ের লোহার গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণ চুরি করে নিয়ে গেছে।
মিছিরা এবং কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী ও আশিক জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন, কিন্তু তারা কী ব্যবস্থা নিচ্ছেন তা জানেন না। উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম জানান, কোনোভাবেই চুরি রোধ করা যাচ্ছে না। বিদ্যালয়গুলোতে তিনি নৈশপ্রহরী নেয়ার বিষয়ে বলেন।
পোরশা থানার ওসি আতিয়ার রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তারা কিছু বিদ্যালয় থেকে অভিযোগ পেয়ে মালামাল উদ্ধার করে দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা