পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, যান চলাচল বন্ধ
- পঞ্চগড় প্রতিনিধি
- ০১ জুলাই ২০২৪, ০১:১১
পঞ্চগড়ে অতি ভারী বর্ষণে রিং কার্লভার্টের পাশের একটি সড়ক ভেঙে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গতকাল রোববার ভোরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া-দেওয়ানহাট-জগদল আঞ্চলিক সড়কের বলেয়াপাড়ায় এলাকায় সড়কটি ভেঙে যায়। সড়কটি ভেঙে যাওয়ার কারণে কয়েক কিলোমিটার ঘুরে যানবাহনগুলোকে জেলা শহরে আসতে হচ্ছে।
এ দিকে গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বর্ষণ সারা রাত ধরে চলে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে গতকাল সকাল থেকে বৃষ্টিপাত কমে গেলে কিছু কিছু এলাকা থেকে পানি সরে যেতে শুরু করেছে।
এ বিষয়ে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী জানান, রিং কার্লভার্ট থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এ কারণে পানির চাপে সড়কটি ভেঙে গেছে। আপাতত বর্ষা মৌসূমে সেখানে কাঠ বা বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আগামি অর্থ বছরে সেখানে একটি বড় বক্স কালভার্ট নির্মাণ করা হবে। খুব দ্রুত সেখানে সাঁকো নির্মাণ করে দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা