১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জৈন্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

-

জৈন্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অতি জরুরি সাড়াদান পদ্ধতি আরো শক্তিশালীকরণ বিষয়ের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত আলী।
প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠান উপস্থাপনা করেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ।
কর্মশালায় বন্যা ও দুর্যোগকালীন সময়ে নিরাপদে লোকজনকে সরিয়ে নেয়া, আশ্রয় কেন্দ্র স্থাপন, পানিবন্দী লোকজনকে উদ্বার কাজ চালানো, ঝুকিপুর্ন এলাকা চিহ্নিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি, শুকনো খাবার বিতরণ ইত্যাদি বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement