১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে এনজিও ঋণে জর্জরিত সাধারণ মানুষ

সরকারি ব্যাংকের কৃষি ঋণ পেতে ভোগান্তি
-

পিরোজপুরের কাউখালী উপজেলার সাধারণ মানুষ এনজিও ঋণের জালে দিন দিন জড়িয়ে পড়ছে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার একশ্রেণীর সাধারণ মানুষ দিনের পর দিন অভাবগ্রস্ত হয়ে পড়েছে, বাধ্য হয়ে একশ্রেণীর মানুষ এনজিও ঋণে নিজেদের জড়িয়ে ফেলছে। কিস্তি পরিশোধ করতে গিয়ে ঋণ গৃহীতারা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। একটি কিস্তির টাকা পরিশোধ করতে না করতেই পরবর্তী সপ্তাহের কিস্তির টাকা পরিশোধ করার জন্য তৎপর হতে হয়। ফলে ভুক্তভোগীরা বাধ্য হয়ে সুদি মহাজনদের দ্বারস্থ হচ্ছেন।

উপজেলার সরকারি ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করলেও নানা জটিলতার কারণে কৃষকদের একটা বড় অংশ এই ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা এনজিও ঋণের উপর নির্ভরশীল করে চাষাবাদ, ক্ষেত খামার ও ব্যবসা-বাণিজ্য করতে বাধ্য হচ্ছেন। এ জন্য তাদের ১০ টাকা থেকে ২০ টাকা হারে সুদে ঋণ নিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ২০ টাকা থেকে ৩০ টাকা হারেও ঋণ নিতে হচ্ছে বাধ্য হয়ে। তথ্যমতে, এনজিওর নিয়ম অনুযায়ী উৎপাদনের আয় থেকে কিস্তি টাকা পরিশোধ করার বিধান থাকলেও ঋণ গ্রহণের পরের সপ্তাহ থেকে কিস্তি টাকা পরিশোধ করতে হয়।
ব্যাংক থেকে কৃষি ঋণ নেয়ার ব্যাপারে উপজেলার আমরাজুড়ি গ্রামের লিটন হোসেন ও শিয়ালকাটি গ্রামের আলী আজম জানান, আমরা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাচ্ছি না, ব্যাংক আমাদের আমাদের কাছে অনেক কাগজপত্র চায় যা আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক অভিযোগ করেন, যাদের বাড়িঘর কিংবা ১ শতাংশ জমি নেই তারাও এক শ্রেণীর দালালের মাধ্যমে লোন নিচ্ছে, অথচ আমরা যারা প্রকৃত কৃষক আমাদের লোন নিতে হলে অনেক শর্ত মানতে হয়।

এ ব্যাপারে কাউখালী অগ্রণী ব্যাংকের ম্যানেজার রাজিব আহমেদ বলেন, আমরা নিয়মের ভেতর থেকেই লোন দিচ্ছি। জমিজমার কাগজপত্র দেখে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত লোন আমরা দিতে পারি। ভূমিহীন কৃষক, বর্গাচাষিসহ প্রকৃত কৃষকরা আমাদের কাছ থেকে সহজ শর্তে ঋণ নিচ্ছে। কাউখালী উপজেলা কৃষি ব্যাংকের ম্যানেজার মিহির রঞ্জন মজুমদার বলেন, আমরা কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ দিয়ে থাকি। বর্তমানে দুই হাজার ৪০০ জন কৃষকদের লেনদেন কৃষি ব্যাংকের মাধ্যমে হচ্ছে। ৭০ শতাংশ কৃষক ঠিকমতো লেনদেন করে অন্য কৃষকরা একটু ঘোরাঘুরি করে। বর্তমানে ১৭টি সার্টিফিকেট মামলা আছে।


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল