১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

ব্রহ্মপুত্র সেতুর ইজারার কার্যাদেশে হাইকোর্টের স্থিতি অবস্থা জারি

-

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত চীন মৈত্রী সেতুর টোল ইজারার কার্যাদেশ দুই সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেছেন হাইকোর্ট। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে বিশেষ বাহকের মাধ্যমে ওই আদেশ বিবাদিদের ওপর জারি করে রুলের জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল শুক্রবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রিটকারী মেসার্স সৌরভ ব্রিকসের স্বত্বাধিকারী মাহাবুবুল হকের আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৩ নম্বর আদালতের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো: আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ জারি করেছেন। রিটকারীর আইনজীবী আরো জানান, গত ২৪ জুন সড়ক ও জনপথ বিভাগ কথিত সমঝোতায় মেসার্স মোস্তফা কামালকে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত চীন মৈত্রী সেতুর টোল ইজারার কার্যাদেশ দেয়। অথচ রিটপিটিশনকারী মেসার্স সৌরভ ব্রিকসের স্বত্বাধিকারী মাহাবুবুল হক এক কোটি এক লাখ ৩৫ হাজার টাকা বেশি ইজারা মূল্য দিয়েছিলেন। কিন্তু তিনি শিডিউল জমা দিতে গেলে প্রভাবশালীদের বাধার মুখে অফিস থেকে সেই শিডিউল ছিনিয়ে নেয়। ফলে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

গত বছরের ২১ নভেম্বর প্রথম দফায় এই সেতুর ইজারা দরপত্র আহবান করা হয়। এরপর চলতি বছরের ৯ মে সর্বশেষ সপ্তম দফায় দরপত্র আহবান করা হয়। এতে ১৫ জন ঠিকাদার শিডিউল ক্রয় করে। এদের মধ্যে মেসার্স সৌরভ ব্রিকসের স্বত্বাধিকারী মাহাবুবুল হকের সাথে ‘সমঝোতা’ না হওয়ায় তিনি দরপত্র দাখিল করতে গেলে তাকে বাধা দেয়া হয় এবং তার নিকট থেকে শিডিউল ছিনিয়ে নেয় প্রভাবশালীদের সন্ত্রাসীরা। এ ঘটনায় নয়া দিগন্তসহ সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল