ঝিকরগাছায় বিআরডিবির শ্রেষ্ঠ মাঠ সংগঠকের পুরস্কার পেলেন জেসমিন সুলতানা
- ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
বিআরডিবির শ্রেষ্ঠ মাঠ সংগঠকের পুরস্কার পেলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের ঝিকরগাছা অফিসের (ইরেসপো প্রকল্প) মাঠ সংগঠক জেসমিন সুলতানা। পল্লী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ গত বুধবার বাংলাদেশ সচিবালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার হাত থেকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করেন জেসমিন সুলতানা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শাহানারা খাতুন।
জেসমিন ঝিকরগাছা সম্মিলনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহিনুল কবিরের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের মা। তিনি ২০১৮ সালে প্রকল্পের শ্রেষ্ঠ পুরস্কার ও ২০২১ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার লাভ করেছেন। সুলতানার এ অর্জন আগামীতে কর্মকর্তা-কর্মচারীরা আরো উৎসাহিত হবে বলে ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা শহিদুল্লাহ লিমন জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা