সামান্য বৃষ্টিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা
- এম এ বাসেত তেঁতুলিয়া (পঞ্চগড়)
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
সামান্য বৃষ্টিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষক-কর্মচারীসহ শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, তেঁতুলিয়া উপজেলা সদরের রনচন্ডী বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় ডুবে আছে। মাঠটি পানিতে ডুবে থাকায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতিদিন প্রায় হাঁটু পানি দিয়ে বিদ্যালয়ে চলাচল করতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।
বিদ্যালয়েল নবম শ্রেণীর ছাত্রী সাহারিয়া সুলতানা সিমি ও ঝর্ণা আক্তার জানায়, মাঠে পানি জমে থাকায় হাঁটু পানির উপর দিয়ে আমাদের চলাচল করার সময় অনেকে পিচ্ছিল মাঠে পড়ে পোশাক-আশাক ও বই খাতা পানিতে ভিজে নষ্ট হয়। সপ্তম শ্রেণীর ছাত্র আবু সাহারিয়ার হোসেন লিমন জানায়, মাঠে বৃষ্টির পানি জমে থাকায় খেলাধুলা করতে পারি না, আমরা এর প্রতিকার চাই।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান বলেন, মাঠের পানি নিষ্কাশনে ৮০ ফিট পাইপ দিয়ে পাশের একটি পুকুরের সাথে সংযোগ স্থাপন করেছি। কিন্তু তাতেও পানি নিঃষ্কাশন হচ্ছে না। মাঠটি সংস্কারের জন্য গত বছর পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি মজাহারুল হক প্রধান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমানের (ডাবলু) কাছে সংস্কারের জন্য লিখিত আবেদন করেছিলাম কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বিদ্যালয় কমিটির সাথে আলোচনা করেছি যে কোনো উপায়ে মাঠ সংস্কারের ব্যবস্থা করা হবে।
নবনির্বাচিত তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁ বলেন, সকালে মাঠ পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় মেম্বারকে ব্যবস্থা করতে বলেছি। পরবর্তীতে সরকারিভাবে কোনো প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় মাঠে মাটি ভরাট করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা