১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দুবাই প্রবাসী জিয়া উদ্দিন সিআইপি

-

মিরসরাইয়ে অগ্নিকাে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন সিআইপি।
গত বুধবার বিকেলে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে তাঁর হাতে সহায়তার নগদ ৩০ হাজার টাকা তুলে দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আজম।
বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর বলেন, মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে মহুূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বেই সব মাটিতে মিশে গেছে। দোকানের মালামাল কেনার টাকা, সমিতির টাকা ও একদিন আগে ধার নেয়া ১ লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিরসরাই সমিতির প্রধান পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন সাহেব আমার এমন দুঃসময়ে সহায়তা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আরো সংবাদ



premium cement