১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জোড়াতালির কাঠের পাটাতনে অর্ধযুগ

ঝুঁকিপূর্ণ সেতুতে ৫০ হাজার মানুষের দুর্ভোগ

লক্ষ্মীপুরা গ্রামে ঝুঁকিপূর্ণ পাটাতনের সেতু : নয়া দিগন্ত -

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আকনবাড়ির লোহার সেতুটির বেহাল দশা। জোড়াতালির কাঠের পাটাতন দিয়ে অর্ধযুগ অতিক্রম করলেও পুনঃসংস্কার করা হয়নি। নড়বড়ে সেতুটি যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিছিন্নের আশঙ্কা করছেন দুই উপজেলাবাসী।
জানা গেছে, উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর বাজারসংলগ্ন লক্ষ্মীপুরা প্রামের আকনবাড়ির লোহার সেতুটি ২০০৭-২০০৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৯১ লাখ ৬৩ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে নির্মাণ করে। ২০১৮ সালে ১৬ মে এ সেতুর মধ্যভাগের লোহার অ্যাঙ্গেল ও সিমেন্টের স্লাব ভেঙে পড়ে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এর দুই সপ্তাহ পরে উপজেলা পরিষদের অর্থায়নে সেতুর ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে মেরামত করা হয়। সেই থেকে সেতুর অর্ধযুগ অতিবাহিত হলেও পুনর্র্নির্মাণ কিংবা সংস্কার করা হয়নি। সেতুর মধ্যভাগের লোহার কাঠামোর মেইন পোস্ট হেলে গিয়ে টপ স্লাব দেবে গেছে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক সিকদার বলেন, বেড়েরধন নদীতে লক্ষ্মীপুরা আকনবাড়ির খেয়াঘাট নাম এলাকার লোহার সেতুটি নাজুক অবস্থায় রয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে এটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন।
সরেজমিনে দেখা গেছে, পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করলে দোলনার মতো দুলতে থাকে। এ সেতু দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজে বেতাগী সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌর শহরে আসে। এ ছাড়া ভোলানাথপুর, বাসন্ডা, বেতাগী পৌরসভা, পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জের শ্রীনগর, চৈতা এবং মহিষকাটা এলাকায় যাতায়াত করে। প্রতিদিন সহস্রাধিক মোটরবাইক, মাহিন্দ্রা, প্রাইভেট কার, অটোরিকশা ও ট্রাকসহ পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে। আর এতে বেতাগী সদর ও লক্ষ্মীপুরা গ্রামসহ দুই পাড়ের ৫০ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বেতাগী সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা বলেন, প্রকল্পে অন্তর্ভুক্ত করে শিগগিরই কাজ শুরু করা হবে। উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ বলেন, এ সেতু পুনর্র্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু করা হবে।


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল