কেন্দুয়ায় ডিজিটাল জুয়া খেলায় মত্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ
- কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
- ২৬ জুন ২০২৪, ০১:৩৪
ডিজিটাল জুয়া খেলায় ধ্বংস হচ্ছে কেন্দুয়ার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোবাইল অ্যাপসের মাধ্যমে খেলা হচ্ছে এ জুয়া। পিছিয়ে নেই এনালগ পদ্ধতির জুয়া খেলাও।
খোঁজ নিয়ে জানা যায়- উপজেলার বিভিন্ন হাটবাজার, চায়ের স্টল, পাড়ামহল্লার দোকানপাটসহ নানা স্থানে ফ্রি স্টাইলে মোবাইল ফোনের মাধ্যমে খেলা হচ্ছে ডিজিটাল জুয়া খেলা। খেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনকি অটোরিকশা চালক, ছাত্র, শিক্ষক, দিনমজুররাও যোগ দিচ্ছে। হচ্ছে হাজার হাজার টাকার জুয়া খেলা। এতে সারাদিনের রুজিরোজগার খুইয়ে হাটবাজারবিহীন খালি হাতে বাড়ি ফিরছেন অনেক দিনমজুর। অভাব অনটনের কারণে পরিবারে ঝগড়াঝাটি নিত্যদিনের সাথি হলেও এ ধ্বংস লিলায় মত্ত তারা। আর এতে ডলার ব্যবসায়ী হিসেবে চিহ্নিত কতিপয় ব্যক্তি রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে।
এ ছাড়া পিছিয়ে নেই তাস, কেরাম, লডু ও পট দ্বারা চালিত এনালগ পদ্ধতির জুয়া খেলাও। বিভিন্ন হাওর জঙ্গলে খেলা হচ্ছে এ জুয়া।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, স্বামীর কোলে শুইয়ে স্ত্রী যদি মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলে তাহলে পুলিশ কী করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা