কুমারখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাসিবুর রহমার রিজুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের সাংবাদিকরা।
গতকাল রোববার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, ভোরের কাগজের সাঈদুল ইসলাম প্রবীণ, এশিয়ান টিভির খোকসা প্রতিনিধি পুলক সরকার প্রমুখ।
গত ২০ জুন কুষ্টিয়ার হরিপুরে সাংবাদিক রিজুর ওপর স্থানীয় মাদক কারবারিরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে রিজু ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কুষ্টিয়া থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা