রামগতিতে শাহনাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
- রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগমকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত স্বামী শিহাব উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নিজেরা করি নামে একটি বেসরকারি সংস্থা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী স্বপ্না রাণী বিশ্বাস, কর্মসূচি সংগঠক বিনয় রতন চাকমা, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান, ভূমিহীন গ্রাম কমিটির সাধারণ সম্পাদক জয়শ্রী রাণী দাস, ফারহানা বেগম, হেলাল উদ্দীন প্রমুখ।
বক্তারা অবিলম্বে শাহনাজের খুনের সাথে জড়িতদের সব অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রামে ভাড়া বাসায় শিহাব উদ্দিন তার স্ত্রী শাহনাজকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে শাহনাজ মারা যান। একপর্যায়ে লাশ ঘরে রেখে শিহাব পালিয়ে যায়। ওই দিন রাতে তাকে আটক করে পুলিশ।