তালায় দরিদ্রদের মধ্যে জামায়াতের ইঞ্জিনভ্যান ছাগল ও গাভী বিতরণ
- তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে ইঞ্জিনভ্যান ছাগল ও গাভী বিতরণ করা হয়েছে।
উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বদর মোড়ে গতকাল রোববার এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠান উপজেলা জামায়াতের আমির মাস্টার মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নাজমুল হক খান, মেম্বার আব্দুল হাকিম, মেম্বার মাওলানা খয়রুল আলম, ডাক্তার শরফুদ্দিন শেখ, মনিরুজ্জামান মনি, আব্দুল আজিজ শেখ, মহসিন সরদার, হায়দার আলী খান, শহিদুল ইসলাম সরদার, আব্দুল আলীম সরদার প্রমুখ।
চার লক্ষাধিক টাকা ব্যয়ে এসব ইঞ্জিনভ্যান, গরু ও ছাগল বিতরণ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা